প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধরাই নেতৃত্ব দেবে : পলক

২৭ জানুয়ারি, ২০২০ ১১:১৯  
প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে অনুষ্ঠিত ‘চলনবিল শিক্ষা উৎসব-২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অপার সম্ভাবনাময় দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান করতে হবে। এই নেতৃত্বে আসীন হবে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ তরুণ শিক্ষার্থীরাই। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান পথে তারাই হবে মূল চালিকা শক্তি। এসময় প্রতিমন্ত্রী ‘এখন থেকে চলনবিলের কোন অদম্য শিক্ষার্থীকে কারো কাছে বই, ল্যাপটপ সহ শিক্ষা উপকরণ চাইতে হবেনা, চলনবিল শিক্ষা কমিটি তাদের সহায়তা করবে’ বলে ঘোষণা দেন। রোববার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।